এক নজরে শাজাহানপুর উপজেলায় বর্তমান সরকারের বিগত ১০ বছরে প্রাথমিক শিক্ষার সাফল্য
১. অত্র উপজেলায় বর্তমানে ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অত্র উপজেলার শিক্ষার হার ৯০.৫৩%। তন্মোধ্যে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার অংশ যথাক্রমে, বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড শিক্ষার হার ৯৩.৫%, বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড ৯২.৫% আশকেপুর ৮৩.৯, মাদলা ৮১.৮, মাঝিড়া ৭৯.৯১, আড়িয়া ৮৫.৯১, খরনা ৭৮.৯৯, গোহাইল ৮১.১২, খোট্টাপাড়া ৮০.৯৭, চোপীনগর ৮১.৭৯, আমরুল ৮৯.৯৯। শিক্ষার হার ২০১৭ সালে ৭৩.৭৯, ২০১৮ সালে ৮০.৯৩, ২০১৯ সালে ৯০.৫৩।
২. ৮৪টি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
৩. প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ সজ্জিতকরণ সহ আকর্ষণীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
৪. ২২৯ টি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে।
৫. প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ. ভর্তি নিশ্চিতকরণ করা হয়েছে।
৬. ঝরে পড়া রোধ কল্পে মা সমাবেশ, উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ চলমান।
৭. সকলের প্রচেষ্টায় ঝরে পড়ার হার ৬% এ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
৮. ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রাপ্ত বিদ্যালয়গুলোতে ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে শ্রেণি পাঠদান চলমান রয়েছে।
৯. মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১৩০০০ টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
১০. এই উপজেলায় ০৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ-বøক নির্মাণ করা হয়েছে এবং ১০ টি বিদ্যালয়ে ওয়াশবøক নির্মাণ কাজ চলমান আছে।
১১. ১২১ টি বিদ্যালয়ে মেরামত/রুটিন মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। যার কারণে বিদ্যালয়গুলো এখন পাঠদানে আকর্ষণীয়।
১২. ১১০ টি বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
১৩. উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
১৪. ৫৩ টি বিদ্যালয়ে আউট সোর্সিং এর মাধ্যমে দপ্তরী-কাম নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে।
১৫. প্রায় ৭৫ টি বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ও পূননির্মাণ করা হয়েছে। কিছু কাজ চলমান আছে।
১৬. উপজেলার ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে।
১৭. অফিস এবং বিদ্যালয়ে ইনোভেশন কার্যক্রম চালু আছে। যেমন, ডিজিটাল হাজিরা, সুন্দর হাতের লেখা, স্টুডেন্টস নেটওয়ার্ক, সহকারী শিক্ষক বদলীর সহজীকরণ নীতিমালা।
১৮. বিভিন্ন জাতীয় দিবস মাল্টিমিডিয়ার মাধ্যমে বিদ্যালয়ে প্রচারিত হচ্ছে।
১৯. এই উপজেলায় ১২১ টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে।
২০. প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ৬৪৫৬ টি বই বিতরণ করা হয়েছে।
২১. কাব কার্যক্রম চলমান আছে এবং অত্র শাজাহানপুর উপজেলাকে কাব অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
২২. লিখন ও পঠন শৈলীর দক্ষতা অর্জন প্রতিটি বিদ্যালয়ে চলমান রয়েছে।
২৩. উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে বার্ষিক
২৪. কর্মসম্পাদন চুক্তি ইতোমধ্যেই সম্পাদন হয়েছে।
২৫. প্রতিটি বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ইংরেজি বিষয়ে পাঠদানের সময় ঈধষংং জড়ড়স খধহমঁধমব এর ব্যবহার জোরদার করা হয়েছে।
২৬. শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
২৭. চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ চলমান আছে।
২৮. প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল অফিসারগণ মিলে সমন্বিত পরিদর্শন চলমান আছে।
২৯. অত্র উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার টিম গঠন করা হয়েছে এবং তাদের নির্ধারিত পোষাক প্রদান করা হয়েছে।
৩০. প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে ২০১৯ সাল থেকে মাসিক সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের নিমিত্তে ডাইরী প্রদান চলমান আছে।